২য় সাময়িক পরীক্ষা পরবর্তী ছুটি Details

২য় সাময়িক পরীক্ষা পরবর্তী ছুটি

Date : 04 - Sep - 2024


আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হল।

✒ আগামী বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার মোট ৩ দিন মাদ্রাসা "পরীক্ষা পরবর্তী ছুটি" ঘোষণা করা হচ্ছে।

✒ ৮ তারিখ রবিবার হতে মাদ্রাসার সকল কার্যক্রম যথারীতি চলবে, ইনশাআল্লাহ।

✒ মাদ্রাসা খোলা দিন রবিবার পরীক্ষার খাতা দেয়া হবে। পরবর্তীতে পরীক্ষার খাতা দেওয়া হবে না।

✒ মঙ্গলবার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।